আচরণবিধি
আচরণবিধি
আচরণবিধি
(ক) করণীয়:
(১) ছাত্র-ছাত্রীকে অবশ্যই অ্যাসেম্বলি শুরু হবার আগে স্কুলে পৌঁছাতে হবে। (১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত)
(২) অবশ্যই প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাকে ক্লাসে আসতে হবে।
(৩) নির্ধারিত পোশাকে না এলে ক্লাসে আসতে দেয়া হবে না।
(৪) বিলম্বে পৌঁছালে, যতক্ষন অ্যাসেম্বলি চলবে, ততক্ষণ পর্যন্ত পিছনে দাঁড়িয়ে থাকতে হবে।
(৫) আইডি কার্ডসহ স্কুলে আসতে হবে।
(৬) স্কুলের রুটিন মোতাবেক বইখাতা ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে হবে।
(৭) স্কুলের ডায়েরি অবশ্যই প্রতিদিন স্কুলে আনতে হবে।
(৮) নির্ধারিত তারিখে অনুষ্ঠিত মাসিক পরীক্ষায় অবশ্যই উপস্থিত থাকতে হবে। যদি কোনো ছাত্র-ছাত্রী মাসিক পরীক্ষা না দেয়, তবে তা পুনরায় দেবার কোনো সুযোগ নেই। মাসিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে প্রতি বিষয়ে ১০/-জরিমানা দিতে হবে।
(৯) যদি কোনো ছাত্র-ছাত্রীর ছুটির প্রয়োজন হয় তবে অবশ্যই অধ্যক্ষের অনুমতি নিতে হবে।
(১০) সব সময় পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে এবং পরিষ্কার পোশাক পরে আসতে হবে।
(১১) মাসে অন্ততঃ একবার চুল কাটতে হবে ও সপ্তাহে একবার নখ কাটতে হবে।
(খ) বর্জনীয়:
(১) স্কুল খোলা থাকলে কোনো শিক্ষার্থী বিশেষ কারণ ব্যাতিত ছুটি ভোগ করতে পারবে না।
(২) কোনো শিক্ষার্থী শিক্ষকের বিনা অনুমতিতে শ্রেণিকক্ষের বাইরে যেতে পারবে না।
(৩) ছাত্রীদের কোনো প্রকার গহনা পরিধান (একজোড়া কানের রিং ব্যাতিত) সম্পূর্ণ নিষেধ।
(৪) ছাত্রীদের সাদা এবং কালো ব্যাতিত অন্য কোনো রং এর হেয়ার ব্যান্ড ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ।
(৫) সঠিকভাবে চুল না বেঁধে, খোলা চুলে কোনো শিক্ষার্থী স্কুলে আসতে পারবে না।
(৬) দেয়ালে, ডেস্কে বা চেয়ারে কোনো কিছু লেখা যাবে না।
(৭) প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি নষ্ট করা যাবে না।যদি কোনো ছাত্র-ছাত্রী প্রতিষ্ঠানের সম্পত্তি নষ্ট করে তাহলে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রী/অভিভাবককে ক্ষতিপূরণ দিতে হবে।
(৮) শিক্ষক ও কর্মচারীদের কোনো প্রকার উপহার সামগ্রী দেয়া যাবে না।
(৯) কোনো ছাত্র-ছাত্রী কোনো মূল্যবান সামগ্রী যেমন-হাতঘড়ি, ক্যামেরা, মোবাইল, স্বর্ণের গহনা, রঙ্গিন হেয়ার ব্যান্ড ইত্যাদি নিয়ে স্কুলে আসতে পারবে না। যদি কেউ আনে এবং শিক্ষকের কাছে ধরা পরে তবে সংশ্লিষ্ট শিক্ষক তা বাজেয়াপ্ত করে অধ্যক্ষের কাছে জমা দেবেন। আর তা যদি সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর কাছ থেকে হারিয়ে যায় তবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কোনো দায়দায়িত্ব নেবে না।