ভর্তির শর্তাবলী
ভর্তির শর্তাবলী
ভর্তির শর্তাবলী:
ভর্তির সময় যা লাগবে:
(ক)১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি:
(১)জন্মনিবন্ধন সনদ
(২)ট্রান্সফার সার্টিফিকেট(যদি থাকে)
(খ)৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি:
(১)সমাপনী/ জেএসসি পরীক্ষার সার্টিফিকেট বা মার্কশীট-এর সত্যায়িত কপি
(২)জন্ম নিবন্ধন সনদ-এর সত্যায়িত কপি
(৩)ট্রান্সফার সার্টিফিকেট(মূলকপি)
*ভর্তির সময় শ্রেণি-উপযোগি বয়স একটা বিবেচ্য বিষয় হবে।
*প্লে-গ্রুপ এ ভর্তির ক্ষেত্রে বয়স ৩+ এবং নার্সারির ক্ষেত্রে ৪+ ।
*অন্য স্কুল থেকে আগত ছাত্র-ছাত্রীকে অবশ্যই সেই স্কুলের Progress Card দেখাতে হবে।তবে ক্ষেত্র বিশেষে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে Progress Card-এর বিষয়টি শিথিল করা যেতে পারে।
*কোনো বিশেষ বিবেচনায় কোনো ছাত্র-ছাত্রীকে ভর্তি করাতে হলে,অবশ্যই উপাধ্যক্ষ এবং অধ্যক্ষের সাথে পরামর্শ করতে হবে।
*কোনো ছাত্র-ছাত্রী সাময়িক আর্থিক অসুবিধার কারণে কিস্তিতে ভর্তির টাকা পরিশোধ করতে চাইলে,তাকে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে এবং কত কিস্তিতে পরিশোধযোগ্য,সেটি আবেদনপত্রে তারিখসহ উল্লেখ করতে হবে।
*কোনো ছাত্র-ছাত্রী ভর্তির জন্য নির্বাচিত হলে তার ভর্তি ফরম ঠিকমত পূরণ করা হয়েছে কিনা,তার প্রয়োজনীয় সংখ্যক ছবি আছে কিনা(ভর্তি ফরম অনুযায়ী)চেক করে,তারপর ভর্তি করতে হবে।যিনি ভর্তি করাবেন,অবশ্যই তার স্বাক্ষর ভর্তি ফরমে থাকতে হবে।
                
                        
        
                        
        
                
               